চাঁদপুরে দালাল চক্রের দখলে আশ্রয়ণ প্রকল্পের ৪০ ঘর, বিপাকে অসহায় পরিবারগুলো

শওকত আলী, চাঁদপুর
| আপডেট : ০৮ মে ২০২৩, ১৯:৩৪ | প্রকাশিত : ০৭ মে ২০২৩, ২২:৩৭

চাঁদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ফাঁকা পড়ে আছে, দখল করে আছে দালাল চক্ররা। এখানে প্রকৃত ঘর পাওয়ার উপযুক্ত যারা তারা ঘর পায়নি বলে অভিযোগ উঠেছে।

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মেঘনা উপকূলীয় এলাকায় জেগে ওঠা চরে সবার জন্য বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরে ‘বাখরপুর গুচ্ছ গ্রাম’ নামে প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এতে করে সেখানে নির্মাণ করা হয় ৫০টি ঘর। ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০টি পরিবার ঘরে বসবাস করলেও ৪০টি ঘর এখনো ফাঁকা পড়ে আছে । এসব ঘরগুলোতে লোকজন না থাকলেও স্থানীয় সংঘবদ্ধ দালাল চক্ররা তাদের নামে ঘর আছে বলে অসহায় লোকদের কাছ থেকে নগদ অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন বলছে, স্থানীয়ভাবে প্রথম যে তালিকা দিয়েছে সেসব তালিকার ৯জনকে ঘর দেয়া হলেও তারা ওইসব ঘরে এখনও ওঠেননি।

সম্প্রতি সরেজমিন ওই গুচ্ছগ্রামে গিয়ে দেখা গেছে, ১ থেকে ৯ নম্বর পর্যন্ত ঘরগুলো এখনও ফাঁকা পড়ে আছে। এছাড়া বাকি ঘরগুলোর মধ্যে ১০ পরিবার বিচ্ছিন্নভাবে বসবাস করছে এবং কিছু ঘরে তালা দেওয়া রয়েছে। আবার কয়েকটি ঘরে বহিরাগত লোকজনকেও থাকতে দেখা যায়।

চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রফিকুল ইসলাম জানান, এই প্রকল্পের মাটি কাটার কাজ আমরা করেছি। প্রথম মাটি কাটার পর বর্ষায় চলে যায়। পরবর্তীতে থাকার উপযোগী করার জন্য দ্বিতীয়বার মাটি কাটা হয়। আর ৫০টি ঘর নির্মাণ করতে সরকারের ব্যয় হয়েছে ৭৫ লাখ টাকার মত।

গুচ্ছগ্রামের বাসিন্দা তাজুল ইসলাম জানান, এখানে স্বচ্ছল ব্যক্তির নামে ঘর বরাদ্দ হয়েছে। নির্মাণকৃত ঘরের মধ্যে অনেক ঘরই এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। স্থানীয় বাসিন্দা মনা শেখ, খলিল গাজী, সাদ্দাম, কালু মাষ্টার ও পগু গাজী বেশ কয়েকটি ঘর তাদের দখলে রেখেছে। এসব ঘর তাদের বলে দাবী করে এবং যারা টাকা দিবে তাদেরকে দিবে বলে আশ^াস দিচ্ছে। এছাড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ইমাম হোসেন ঘর বরাদ্দের পর বেশ কয়েকজনের কাছ থেকে ২ হাজার থেকে শুরু করে ৩ হাজার টাক পর্যন্ত নিয়েছে বলে অনেকে জানান।

ওই এলাকার গৃহহীন খুকি বেগম জানান, তাকে ঘর দেবে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলে মেহেদী তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঘর দেয়নি,মে ঘর পায়নি।

প্রতিবন্ধী সন্তান নিয়ে গুচ্ছ গ্রামের একটি ঘরে থাকেন আমেনা বেগম (৩৫)। তিনি জানান, তার নামে ঘর বরাদ্দ হয়নি। ঘর খালি পড়ে আছে, সে জন্য তিনি থাকেন। স্থানীয় লোকজন যাদের ঘর বাড়ি আছে, ছেলে সন্তান বিদেশে থাকে এমন লোকদের তালিকা করে ঘর বরাদ্দ দিয়েছে। তদন্ত করলে পাওয়া যাবে। ঘর দেয়ার কথা বললে দালালরা একটি ঘরের জন্য ২০-২৫ হাজার টাকা দাবী করে আসছে বলে জানান খুকি।

গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা নবু গাজী জানান, মেঘনায় ভেঙে মাত্র দুই বছর পরেই জায়গাটি ভেসে উঠে। সেখানে সরকারিভাবে গুচ্ছগ্রাম তৈরী হয়। কিন্তু এসব জমির প্রকৃত মালিক কলিম গাজীর বংশধর কামরুল, নজরুল ও আমিনুল ইসলামরা। তাদের পক্ষে আমি মামলা করলে আদালত আমাকে ১০টি ঘর দেয়ার জন্য নির্দেশ দেয়। এখনো সেসব ঘর উপজেলা থেকে এখনও বুঝিয়ে দেয়া হয়নি। আমি ঘর বুঝে পাওয়ার অপেক্ষায় আছি।

এই বিষয়ে কথা বলার জন্য চান্দ্রা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ইমাম হোসেনকে তার ব্যাক্তিগত মোবাইলে ফোন দেয়া হয়। তিনি ব্যাংকে আছেন পরে কথা বলবেন বলে জানান। কিন্তু ১ ঘন্টার অধিক সময় অপেক্ষা করে তার বক্তব্য পাওয়া যায়নি এবং তিনি মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ বলেন, তিনি এই উপজেলায় যোগদানের পূর্বে গুচ্ছগ্রামের ৭০% ভাগ কাজ হয়। পরবর্তীতে বাকী ৩০% কাজ সম্পন্ন হয়। স্থানীয়ভাবে যে তালিকা দেয়া হয়েছে ওই তালিকার মধ্যে প্রথমে ৯জনকে ৯টি ঘর বরাদ্দ দেয়া হয়। কিন্তু তারা ওই ঘরগুলোতে উঠেননি এবং উঠবেন না বলে জানিয়েছেন। এখন আমরা ওই ঘরগুলো নতুন করে বরাদ্দ দেওয়ার অপেক্ষা আছি।

দালাল সম্পর্কে তিনি বলেন, এখানে এক ব্যাক্তির নামে একাধিক ঘর দেয়ার বিধান নেই। যাদের নাম বলা হয়েছে, তাদেরকে জনপ্রতিনিধিদের মাধ্যমে ডেকে আনা হবে। সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন খোঁজ খবর নিবে। আর যারা জমির মালিক তাদেরকে আদালত ১০টি ঘর দেয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।

(ঢাকাটাইমস/০৭মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :