ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বরিবার (৭ মে) দুপুরে গ্রেপ্তারকৃত তিন চোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের কলেজ বালিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চোর চক্রের সদস্যরা হলেন, নগরকান্দা উপজেলা সদরের মাঠ বালিয়া গ্রামের মো. উসমান মাতুব্বরের ছেলে মো. গোলাম কিবরিয়া (২০), পার্শ্ববর্তী ঈশ্বরদী গ্রামের মৃত আতর আলীর ছেলে মো. মান্দার মুন্সী (৩৫) ও ছাগলদী উত্তরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে শাহিন শেখ (৩৪)।
বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন কালের কণ্ঠকে বলেন, গ্রেপ্তার হওয়া চোরেরা দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিল। অবশেষে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের কলেজ বালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তিনটি চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭মে/এআর)