টঙ্গীতে টুপি কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৩, ২৩:৩৭| আপডেট : ০৭ মে ২০২৩, ২৩:৪১
অ- অ+

গাজীপুরের টঙ্গী সাতাইশ গাজীপুরা এলাকায় একটি টুপি তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। টঙ্গী, উত্তরা ও গাজীপুর দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জি জে ক্যাপস অ্যান্ড হেড ওয়্যার নামের কারখানায় রোববার রাত পৌনে ৯টার দিকে আগুন লাগে। কারখানার শ্রমিকরা কারখানায় আগুন দিয়েছে বলে অভিযোগ কারখানা কর্তৃপক্ষের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

শ্রমিকরা জানায়, শ্রমিকদের মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও প্রতিমাসেই তাদেরকে অতিরিক্ত কাজের টার্গেট দেওয়া হতো। টার্গেট পূরণ করতে না পারলেই ওইসব শ্রমিককে চাকরি ছাড়তে বাধ্য করা হতো। এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। বকেয়া বেতন পরিশোধ ও কাজের টার্গেট নিয়ে কারখানা কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে শনিবার দুপুরে শ্রমিকদের কথাকাটাকাটি হয়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুরের খাবারের পর কাজ বন্ধ করে দেয়।

এ নিয়ে মালিকপক্ষ, পুলিশ ও শ্রমিকপক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় বৈঠক হওয়ার পরও কোনো সুরাহা না হওয়ায় রাতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে কারখানার ৫ম তলায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। এ সময় পাঁচতলা থেকে আগুনের লেলিহান শিখা চতুর্থ ও তৃতীয়তলার তৈরি ক্যাপ ও কাঁচামালে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ফাঁকে কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে শ্রমিকরা। কারখানার সবকিছু শেষ হয়ে গেছে।’

(ঢাকাটাইমস/০৭মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা, দায় স্বীকার আল-কাসাম ব্রিগেডের
ভেষজ করমচা ডায়াবেটিস ও কিডনি রোগ নিরাময় করে
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা