লন্ডনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুকে সংবর্ধনা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৩, ১১:০১
অ- অ+

লন্ডনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুকে সংবর্ধনা দিয়েছেন তার জেলা মৌলভীবাজারের কুলাউড়া প্রবাসীরা।

সম্প্রতি কুলাউড়াবাসী ইউকের উদ্যোগে এক মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সিতাব চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, টাওয়ার হ্যামলেট কাউন্সিলার ইকবাল হোসেন, বি বি টি এ ইউকের সভাপতি আবু হোসেন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন কামাল।

সভা সঞ্চালনা করেন লিটন আহমেদ ও সৈয়দ এমদাদ রুহিন।

সভায় বক্তারা বলেন, আবু জাফর রাজুর হাত ধরে বর্তমান কুলাউড়ার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আগামীতে কুলাউড়াবাসী তাকে এমপি হিসেবে দেখতে চায়।

এসময় আবু জাফর রাজু বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে কুলাউড়া প্রায় তিন কোটি টাকার অনুদান প্রদান করা হয়েছে। ৪৫টি প্রাইমারি স্কুল মেরামত বাবদ অনুদান ও ১২টি হাই স্কুল ও কলেজ বিল্ডিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠান, কুলাউড়া শহরের রাস্তা ৪ লাইনে অনুমোদন, কুলাউড়া হাসপাতালকে একশ শস্যায় উন্নতিকরণ এবং দশতালা বিল্ডিং অনুমোদন প্রক্রিয়াধীন।

সভায় বক্তব্য রাখেন শাহীন চৌধুরী, কামাল ইবনে শহীদ চৌধুরী, জুবায়ের সিদ্দিকী সেলিম, ফজল আহমেদ ফজলু , সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, ডাইরেক্টর কুলাউড়া হেল্পিং হ্যান্ডস ইউকে জাহাঙ্গীর কবির ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সাবেক সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, ফাউন্ডার মেম্বার আব্দুল জব্বার স্মৃতি সংসদ বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে আতিকুর রহমান জুনেল, সৈয়দ ইশতিয়াক আহমেদ, সৈয়দা নাজনিন সুলতানা শিখা , মেহের নিগার, বিশিষ্ট লেখক গোলাম কবির প্রমুখ।

আরও পড়ুন: বরিশাল সিটি নির্বাচন: নৌকা প্রার্থীর নির্বাচনি উপদেষ্টা কমিটি গঠন

সভায় আরো উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান, হুমায়ূন সাহান, মো. জাকির হানাফী , মো. আলী রাশেদ, মিসবাহ উদ্দিন রবিন, আজির উদ্দিন তালুকদার, রায়হান আহমেদ, সাবেক ছাত্র নেতা এনামুল ইসলাম, সাবেক ছাত্র নেতা লুৎফুর রহমান পারভেজ, লুৎফুর রহমান রিপন, ব্যাবসায়ী আরাফাত হোসেন খছরু প্রমুখ।

(ঢাকাটাইমস/০৯মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা