রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই: খায়রুজ্জামান লিটন

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মে ২০২৩, ১৬:৫৯ | প্রকাশিত : ০৯ মে ২০২৩, ২২:০৫

রাজশাহীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নগরবাসীর সহযোগিতা চাইলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, রাজশাহী এখন আগের চেয়ে অনেক উন্নত। এ ধারা অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার বিকালে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মালিক ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে কিছু কাজ বাকি আছে। সেগুলো করতে চাই। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নৌ রুট চালু, শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারন, চামড়া শিল্প পার্ক, সিটি এলাকা সম্প্রসারণ সহ আরো অনেক কাজ করতে চাই। অনেক কাজের ক্ষেত্র তৈরি করে রেখেছি, সবই সম্ভব হলে পুনরায় মেয়র নির্বাচিত হলে।

সভায় বক্তব্য দেন , রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু, সহ-সভাপতি নাজির উদ্দিন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই মামুন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না প্রমুখ।

ঢাকাটাইমস/০৯মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :