মানিকগঞ্জে হেরোইনসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৩, ১১:০৭
অ- অ+

মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের গ্রামের মো. বশির মিয়া, সাকরাইল গ্রামের মো. সুমন ইসলাম, সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মো. তারা শিকদার ও পশ্চিম ভাকুম গ্রামের আলাউদ্দিন।

আরও পড়ুন: সালথায় ৭ মাস ধরে নির্মাণাধীন বীর নিবাসের কাজ বন্ধ, নগরকান্দায় ধীরগতি

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে ২৮ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৮মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা