তাড়াশে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রোখসানা আক্তার হাসি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার সগুনা ইউনিয়নের নাদোসৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার এসএসসি পরীক্ষা শেষে হাসি তার বন্ধু পাশের হামকুড়িয়া গ্রামের মো. আলমের ছেলে সাব্বির রহমানের মোটরসাইকেলে ঘুরতে বের হয়। সন্ধ্যায় নাদোসৈয়দপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবেকারের সাথে ধাক্কা লাগলে পেছনে বসা হাসি ছিটকে পড়ে আঘাত পায়। পরে এলাকাবাসী অজ্ঞান অবস্থায় হাসিকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রাতে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হাসি খাতুন মারা গেছে। এ বিষয়ে কারোর কোনো দাবি বা অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৮মে/এসএ)

মন্তব্য করুন