কিশোরগঞ্জে অটোচালকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৩, ১৬:৪০
অ- অ+

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শরীফ মিয়া (২৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে করিমগঞ্জ-নিকলী সড়কের নলি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যত্য নিশ্চিত করেছেন।

নিহত অটোচালক গুনধর ইউনিয়নের ইন্দা গ্রামের মতিউর রহমানের ছেলে শরীফ মিয়া।

স্থানীয়রা জানায়, শরীফ তার নিজের অটো নিয়ে রবিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সোমবার সকালে ওই সেতুর নীচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার পরনের শার্টটি রাস্তার ওপরে পড়ে ছিল। খবর পেয়ে স্বজনসহ এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম সিদ্দিকী জানান, অটোচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা