হাসপাতালে এক দিনে ৪০ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৩, ১৮:৩১
অ- অ+

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ৪০ ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ভর্তি রোগীর ৩৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন সারা দেশে সর্বমোট ১৪৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৪৮৭ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৩০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৫৭ জন হয়েছে। একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৩২৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৭৯৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫২৮ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/২২মে/পিআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘তারুণ্যের উৎসব’ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত
পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
কুমিল্লায় ব্র্যান্ডের চালের বস্তায় লোকাল চাল, ৬০ হাজার টাকা জরিমানা
নাহিদ আবার বললেন, দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা