কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪০তম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৩, ১৮:৩৩| আপডেট : ২৪ মে ২০২৩, ১৮:৪১
অ- অ+

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪০তম সভা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ পুলিশের অতিরিক্তি আইজিপি প্রশাসন মো. কামরুল আহসান, র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, এলএন্ডএএর অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি, এলএন্ডএএ, ক্রাইম অ্যান্ড অপারেশন অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি অর্থ আবু হাসান মুহম্মদ তারিক, এপিবিএনের অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মো. হাবিবুর রহমান, ডিআইজি প্রশাসন মো. আমিনুল ইসলাম, ডিআইজি এইচআরএম কাজী জিয়া উদ্দিন, বিপিএম, ডিআইজি, এইচআরএম, বাংলাদেশ পুলিশ, ডেভেলপমেন্ট রেভিনিউ-১ ড. শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত ডিআইজি মুনতাসিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পরিচালক সুফিয়ান আহমেদ, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশ পরিদর্শক বি এম ফরমান আলী, এফসিএ, এফসিএমএর স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, কাজী মসিহুর রহমান, ড. আবদুল্লাহ আল মাহমুদ এবং বাংলাদেশ কমিউনিটি ব্যাংকের উপব্যবস্থপনা পরিচালক ও প্রধান বিজনেস কর্মকর্তা এস.এম মঈনুল কবীর সভায় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪মে/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা