সিংগাইরে ২৪ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার তিন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মে ২০২৩, ১৬:২৩ | প্রকাশিত : ২৫ মে ২০২৩, ১৫:০৬

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ১২০ গ্রাম হেরোইন ও চার হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।

গ্রেপ্তারকৃতরা হলেন-নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফা, কক্সবাজার জেলার সদর উপজেলার বাদশাঘোনা গ্রামের মো. মঞ্জুর আলম ও টেকনাফ উপজেলার মরিচাঘোনা গ্রামের মো. হাসান।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে অভিযান চালিয়ে উপ-পরিদর্শক হাকিম মোল্লা ১২০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে।

অপর অভিযানে গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপ-পরিদর্শক মাহফুজ রান উপজেলার ধল্লা ব্রিজ এলাকা থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ মঞ্জুর ও ৫০০ পিস ইয়াবাসহ হাসানকে গ্রেপ্তার করে। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।’

আরও পড়ুন: সিসিক নির্বাচন: যেসব কারণে বাতিল ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :