সিংগাইরে ২৪ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার তিন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৩, ১৫:০৬| আপডেট : ২৫ মে ২০২৩, ১৬:২৩
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ১২০ গ্রাম হেরোইন ও চার হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।

গ্রেপ্তারকৃতরা হলেন-নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফা, কক্সবাজার জেলার সদর উপজেলার বাদশাঘোনা গ্রামের মো. মঞ্জুর আলম ও টেকনাফ উপজেলার মরিচাঘোনা গ্রামের মো. হাসান।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে অভিযান চালিয়ে উপ-পরিদর্শক হাকিম মোল্লা ১২০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে।

অপর অভিযানে গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপ-পরিদর্শক মাহফুজ রান উপজেলার ধল্লা ব্রিজ এলাকা থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ মঞ্জুর ও ৫০০ পিস ইয়াবাসহ হাসানকে গ্রেপ্তার করে। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।’

আরও পড়ুন: সিসিক নির্বাচন: যেসব কারণে বাতিল ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করলো হাইওয়ে পুলিশ
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা