সিসিক নির্বাচন: যেসব কারণে বাতিল ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৩, ১৪:১১| আপডেট : ২৫ মে ২০২৩, ১৪:২৫
অ- অ+

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১১ মেয়র পদপ্রার্থীর মধ্যে ৫ জনেরই মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। তবে তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে রিটার্নিং কর্মকর্তা বরাবর আপিল করতে পারবেন।

বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

যেসব মেয়র প্রার্থীর মনোননয়পত্র বাতিল হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী শামছুনুর তালুকদার, মো. আবদুল মান্নান খান, মৌলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া, মোস্তফা আহমেদ রউফ মোস্তফা প্রমুখ।

শামছুনুর তালুকদারের মনোনয়নপত্র বাতিলের কারণ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা জানান তার ভোটার তথ্য যাচাই করতে গিয়ে ২ জনকে মৃত পাওয়া গেছে এবং ১ জন বলেছেন তিনি স্বাক্ষর করেননি। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মো. আবদুল মান্নান খানের ভোটার তথ্য যাচাই করার সময় বালাগঞ্জের একজন ভোটার পাওয়া গেছে। অপর একজন পাওয়া গেছে চট্টগ্রামের ভোটার। তিনি স্বাক্ষরের কথা অস্বীকার করেছেন। এসব কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মৌলানা জাহিদ উদ্দিনের মনোনয়নপত্র বাতিলের কারণ তার ভোটার তথ্য সঠিক ছিল না। একজন ভোটার পাওয়া গেছে যিনি বালাগঞ্জের ভোটার এবং অপর একজন ভোটার স্বাক্ষর দেওয়ার কথা অস্বীকার করেছেন। আর তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মো. শাহজাহান মিয়া নামক একজন মেয়র প্রার্থী মনোনয়নপত্রের সঙ্গে তার সম্পদের কোনো বিবরণ জমা দেননি এবং আয়করের রিটার্ন কপিও না। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই কারণে মোস্তফা আহমেদ রউফ মোস্তফার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

তবে তারা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপিল করে নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারেন। সেক্ষেত্রে তাদের মধ্য থেকে কেউ কেউ নির্বাচনি দৌড়ে টিকেও যেতে পারেন।

আরও পড়ুন: কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি, ভোটগ্রহণে ধীরগতি

বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, জাকের পার্টির জহিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হানিফ কুটু ও মো. সালাউদ্দিন লিমন।

(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে: দুদু
জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ ভুয়া সংগঠন: বিএনপি
অনলাইন নিউজ পোর্টালের জন্য যেসব সুপারিশ করেছে সংস্কার কমিশন
‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা