কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি, ভোটগ্রহণে ধীরগতি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মে ২০২৩, ১৩:৩৫ | প্রকাশিত : ২৫ মে ২০২৩, ১৩:০৬

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। শুরু থেকেই প্রতিটি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে ইভিএম মেশিনে। প্রতিটি কেন্দ্রেই ভোটগ্রহণ স্বস্তির হলেও দুপুর গড়াতেই দীর্ঘ হচ্ছে নারী ভোটারদের সারি।

দুপুরে সিটি কর্পোরেশনের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট গ্রহণের কক্ষের বাইরে নারীদের লম্বা সারি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে। অনেকের অভিযোগ ইভিএম মেশিনের ধীরগতির জন্য ভোট গ্রহণেও সময় লাগছে।

নির্বাচন কমিশন জানায়, সকাল থেকে এক যোগে সব কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে কোথাও যান্ত্রিক ত্রুটির খবর কোথাও পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রেই আইনশৃংখলা বজায় রাখতে পর্যাপ্ত সদস্য রয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এখনো পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা নির্বাচনের ৫০ টিরও বেশি কেন্দ্র পরিদর্শন করেছি আমরা। এসব কেন্দ্রের কোনটিতেই ভোটাররা ভোট না দিয়ে ফেরত যায়নি। এছাড়া ইভিএমে বন্ধ হয়েছে এমন কোনো তথ্য নেই।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরেছি। এর মধ্যে কোথাও কোনও সমস্যা হয়নি। সুষ্ঠু সুন্দরভাবেই সবাই ভোট দিচ্ছেন। এছাড়াও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে।

আরও পড়ুন: হাতে ভর দিয়ে ভোটকেন্দ্রে প্রতিবন্ধী চিত্তরঞ্জন

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ওই কেন্দ্রগুলোতে ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে।

(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :