লতার সেঞ্চুরিতে খেলাঘরের বড় জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৩, ১৮:৫৫
অ- অ+

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে লতা মণ্ডলের দুর্দান্ত সেঞ্চুরিতে কেরাণীগঞ্জ ক্রিকেট একাডেমিকে ২৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৮১ রান তুলে খেলাঘর। জবাবে ব্যাট করতে নেমেমে মাত্র ৩৬ রানে থেমেছে কেরাণীগঞ্জের ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে ইতিবাচক ব্যাট করতে থাকেন খেলাঘরের ব্যাটাররা। লতা ১০১ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন। ৭৫ বলে ৫২ রান করেন তাজ। এছাড়া দিলারা আক্তার ৪৭ ও স্বর্ণা আক্তার আউট হন ৪১ রানে।

জবাবে খেলতে নেমে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি কেরাণীগঞ্জের ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন শাহনাজ। দুই ওপেনারসহ শূন্যরানে ফেরেন ৪ জন।

এদিকে খেলাঘরের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফাহিমা খাতুন। ৩ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা।

(ঢাকাটাইমস/২৮মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা