সিলেটের লালাদিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১০:১২| আপডেট : ২৯ মে ২০২৩, ১৩:৫৯
অ- অ+

সিলেট মহানগরীর লালাদিঘিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই বয়স ৭ বছর।

রবিবার বিকাল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তাদের একজন ওই এলাকার দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭)। অপরজনের নাম হাবিবা (৭)। সে একই এলাকার মামুন মিয়ার মেয়ে।

জানা গেছে, এদিন বিকাল ৩টার দিকে তারা বাসা থেকে বের হয়েছিল। এরপর তাদের আর খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। তবে বিকেল ৫টার দিকে দিঘির পানিতে এক শিশুকে ভেসে থাকতে দেখে লোকজন জড়ো হন। তখন স্থানীয় এক যুবক গোসল করতে গিয়েছিলেন। তিনি যখন পানি থেকে তাদের তুলে আনেন তখন দুজনই মৃত ছিল।

স্থানীয়রা জানান, তাইবা ও হাবিবার লাশ বাসায় নিয়ে কাঁদছিলেন মা বাবা ও অন্যান্য আত্মীয়-স্বজন। এরপর এলাকাবাসী উদ্যোগ নিয়ে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাদের পরিবারের সদস্যদের বরাতে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কিভাবে তারা দিঘিতে নেমেছে তা কেউ জানে না। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা দেওয়াল না থাকায় শিশুদের একজন হয়ত খেলতে খেলতে পানিতে পড়ে যেতে পারে। আর তাকে উদ্ধার করতে গিয়ে হয়ত অপরজনও ডুবে যায়।

আরও পড়ুন: হঠাৎ স্ত্রীসহ মেয়র আরিফের বাসায় আনোয়ারুজ্জামান

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ ফজল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘাটের দেওয়াল উঁচু হওয়ায় হয়ত বাচ্চারা উঠে আসতে পারেনি। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।

(ঢাকাটাইমস/২৯ মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিক্সা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ায় এবার কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা পর উদ্ধার
সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল ভারত
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ১১৫ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা