হঠাৎ স্ত্রীসহ মেয়র আরিফের বাসায় আনোয়ারুজ্জামান

হঠাৎ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় উপস্থিত হয়ে চমকে দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
রবিবার সকাল ১১টার দিকে নগরের কুমারপাড়াস্থ মেয়রের বাসায় হাজির হন আনোয়ারুজ্জামান। সেখানে একা নন, গিয়েছেন সস্ত্রীক।
জানা গেছে, সেখানে আনোয়ারুজ্জামান চৌধুরীকে স্বাগত জানান মেয়র আরিফুল হক চৌধুরী। তারপর কুশল বিনিময় শেষে দুজন একান্ত আলাপচারিতায় মেতে উঠেন। আলাপের বিষযবস্তু ছিল সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচন।
দুজনের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, একান্ত আলাপচারিতায় তারা সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। কথা হয়েছে সমস্যাগুলো সমাধানের উপায় নিয়েও।
আনোয়ারুজ্জামান চৌধুরী নিজের জন্য দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন। আর সিলেট সিটি করপোরেশনের টানা ১০ বছরের মেয়র আরিফুল হক চৌধুরী তার অভিজ্ঞতার আলোকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
এর আগে ২০ মে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আরিফুল হক চৌধুরী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আরও পড়ুন: ডাকাতদের গ্রেপ্তারের ক্ষোভ থেকে গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা
এদিকে তিনি নির্বাচনে আছেন কি নেই, এই বিষয়টি যখন কেউ জানতেন না, তখনো একবার দুজনের দেখা হয়েছিল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্মরণে অনুষ্ঠিত নাগরিক স্মরণসভায়। তখনো দুজনে পরস্পরকে জড়িয়ে ধরেছিলেন। আর আনোযারুজ্জামান চৌধুরী আরিফুল হক চৌধুরীকে বড় ভাই বলে সম্বোধন করেছিলেন।
(ঢাকাটাইমস/২৮ মে/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে গৃহবধূর মাদরাসায় অবস্থান

কেশবপুরে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে গাঁজা ও মদসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে নার্সদের ইন্টার্ন ভাতার দাবিতে কর্মবিরতি

‘একতরফা নির্বাচন করলে শুধু বাংলাদেশ নয়, বিদেশেও আশ্রয় পাবেন না’

যশোর শিক্ষা বোর্ডের অডিট অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নতুন প্রজন্মকে ইনোভেটিব ও স্মার্ট হতে হবে: জুনাইদ আহমেদ পলক

দেবিদ্বারে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ

সাতক্ষীরায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
