মৌলিক সংকট নিরসনে ইবির প্রধান ফটকে তালা

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ২২:০২| আপডেট : ২৯ মে ২০২৩, ২২:০৭
অ- অ+

মৌলিক সংকট নিরসনের দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা ৪টার দিকে প্রধান ফটকের তালা দেন শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো আটকে পড়ে। ফলে ৪টায় থাকা নির্ধারিত বাসগুলো ক্যাম্পাস থেকে বের হতে হতে পারেনি। নির্ধারিত সময়ে বাস না চলায় প্রায় এক হাজার সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, নিম্নমানের খাবার ও ধীরগতির ওয়াইফাইসহ মৌলিক সংকট সমস্যা সমাধানের দাবিতে তালা ঝুলিয়েছে তারা।

আন্দোলন কারীদের বাধা পেয়ে বিরক্তি প্রকাশ করে প্রায় শিক্ষক-শিক্ষার্থীরা মেইন গেইট পার্শ্ববর্তী থানা গেইট দিয়ে বের হতে দেখা যায়। এসময় তাদের চোখে-মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ছিল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজা কুমার বলেন, প্রতিদিন নির্ধারিত সময়ে বাস ছেড়ে যায়। আমরা মেসে গিয়ে খাওয়া-দাওয়া করি। আজকে বাস আটকে পড়ায় আমরা ভোগান্তিতে পড়েছি। পেটে ক্ষুধা, কাছে নেই টাকা।

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বাস আটকে রেখে আন্দোলনের কোনো মানে হয় না। কোনো দাবি থাকলে কথা বলার জন্য নির্দিষ্ট সেল আছে। এভাবে সবাইকে ভোগান্তিতে ফেলা উচিত নয়। এটা এক প্রকার মানবাধিকার লঙ্ঘন। আমি মনে করি এটা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো।

আন্দোলনের আড়াই ঘণ্টা পর প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে প্রক্টরিয়াল বডির সঙ্গে আগামীকাল মঙ্গলবার প্রক্টরের কার্যালয়ে আলোচনার প্রস্তাব দেন। প্রস্তাব পেয়ে আন্দোলনকারীরা প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করে প্রধান ফটক ছেড়ে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, আমরা সবাইকে জানিয়েছি বিষয়টা। আলোচনা করছি। আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সমাধানের পথ খোঁজা হবে।

(ঢাকাটাইমস/২৯মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শামীমা আক্তার ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার
যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করলো হাইওয়ে পুলিশ
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা