জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ সংকটকাল উতরাতে পেরেছে: লুৎফর রহমান
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, শহীদ জিয়া এদেশের শ্রেষ্ঠতম মানুষদের অন্যতম। জাতীয় দুর্যোগময় ও সংকটময় মুহূর্তে বার বার জিয়ার আগমনে দেশ গতি ও আবেগ দুটোই পেয়েছে। তাঁর নেতৃত্বে ও কর্তৃত্বে দেশ সংকটকাল উতরাতে পেরেছে।
তিনি বলেন, জিয়া শুধু একটি নাম বললে তাঁর প্রতি অবিচার করা হবে। জিয়া তাঁর বহুমুখী কর্মকাণ্ড ও কীর্তি দিয়ে একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাসের উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন। খাঁটি দেশপ্রেমিক ও মানবকেন্দ্রিক চিন্তা-চেতনার অধিকারী এই মানুষটি জাতীয় প্রয়োজনে ও মানুষের কল্যাণ চিন্তায় উদ্বুদ্ধ হয়ে কাজ করে গেছেন।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
লুৎফর রহমান আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। যারা জোর করে ক্ষমতায় বসে আছে, তাদের পরাজিত করতে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন শুরু করেছি। আজ সেই সময়ে আমরা এই মহান নেতার শাহাদাত বার্ষিকী পালন করছি। আমাদের সমগ্র জাতির কাছে তা প্রাসঙ্গিক।
এসময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, নগর সভাপতি মোহাম্মদ হেসেন মোবারক, যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি মীর আমির হোসেন আমু জাগপা নেতা আবুল হোসেন, ইন্জিনিয়ারি আনোয়ার হোসেন, ওসমান শেখ, মাউনুক হক প্রমুখ।ঢাকাটাইমস/৩০মে/জেবি/ইএস