শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেশের শেয়ারবাজার বিটের সাংবাদিকদের সংগঠন শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব হাসান ও সাধারণ সম্পাদক তৃষ্ণা হোমরায় তন্বী।
সোমবার (২৯ মে) রাজধানীর গুলশান নর্থ ক্লাবে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সানি আহম্মেদ ও রাজিব জামান।
যুগ্ম সম্পাদক বাবু কামরুজ্জামান ও হাসান কবির জনি। এছাড়া সাংগঠনিক সম্পাদক রহমান রনো, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ বাবলি ইয়াসমিন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে স্বপ্ন রোজ দায়িত্ব পালন করবেন।
কার্য নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এমএইচ রনি, শামীম আল মাসুদ, মাহমুদ হোসাইন, শারমিন মীরা, শাহিনুর রহমান, তরিক ইসলাম, তারেকুজ্জামান এবং সাইফুল ইসলাম।
(ঢাকাটাইমস/৩০মে/এআর)

মন্তব্য করুন