শিবপুরে গুলিবিদ্ধ চেয়ারম্যান হারুনুর রশিদ মারা গেছেন

নরসিংদী জেলার শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান (৭০) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বিকাল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৬টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কের বাড়িতে তাকে গুলি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়া হারুনুর রশিদকে ১৯ মে শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তার পিঠ (মেরুদণ্ড-সংলগ্ন) থেকে দুইটি গুলি বের করা হয়েছিল। এ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়াজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে স্বজনেরা জানান, হারুনুর রশিদ খানের পিঠে বিদ্ধ হওয়া দুইটি গুলি বের করে আনা হলেও তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর প্রভাবে প্রস্রাবে সংক্রমণসহ হৃৎপিণ্ড ও কিডনিতে নানা সমস্যা দেখা দেয়। ভারত থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি। চিকিৎসার জন্য গত ৭ মে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ১৯ মে শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৮৬ সালে উপজেলা চেয়ারম্যানের বড় ভাই আওয়ামী লীগের সাবেক এমপি রবিউল আওয়াল কিরন খানকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। দীর্ঘ ৩৭ বছর পরও সে হত্যা মামলার কোনো কিনারা হয়নি।
(ঢাকাটাইমস/৩১মে/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

বিএনপি নেতা চাঁদের তিন বছর জেল

শুকনো মরিচের আমদানি বেড়েছে তিন গুণ

শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কাউখালীতে শ্রেণিকক্ষে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

সৎচাচার হাতে ভাতিজার হাত-পায়ের রগ কর্তন, সন্ত্রাসীদের বিচার দাবি

ঝিনাইদহে শিক্ষক কর্মচারীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিপ্লব সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

স্বামীর সঙ্গে ঝগড়ার পর সন্তানসহ বিষপান নারীর, মা বেঁচে গেলেও তিন শিশুর মৃত্যু

বাবুগঞ্জে ইয়াবাসহ দুজন আটক
