কক্সবাজারে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলুগোলা এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল ওই এলাকায় গিয়ে বেড়িবাঁধের সামনে কেওড়া বাগানের আঁড় নিয়ে অবস্থান নেয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে একটি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন থেকে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। তখন তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। তখন ওই ব্যক্তিরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ওই জায়গায় গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে তাদের ফেলে যাওয়া একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করে। ওই ব্যাগ থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি।
পরবর্তীতে বিজিবির টহলদল ওই এলাকায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে কোনো মাদক কারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করতে পারেনি।
(ঢাকাটাইমস/০১জুন/এএ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

অবৈধ সরকারকে বিদায় করেই ঘরে ফিরবো: মান্নান

বিএনপি নেতা চাঁদের তিন বছর জেল

শুকনো মরিচের আমদানি বেড়েছে তিন গুণ

শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কাউখালীতে শ্রেণিকক্ষে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

সৎচাচার হাতে ভাতিজার হাত-পায়ের রগ কর্তন, সন্ত্রাসীদের বিচার দাবি

ঝিনাইদহে শিক্ষক কর্মচারীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিপ্লব সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

স্বামীর সঙ্গে ঝগড়ার পর সন্তানসহ বিষপান নারীর, মা বেঁচে গেলেও তিন শিশুর মৃত্যু
