২১ বছর পর ফেনীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ২০:৪০

ফেনীর সোনাগাজী উপজেলায় ২১ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান পিন্টুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান পিন্টু আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের আইয়ূব খানের ছেলে।

পুলিশ জানায়, ২০০২ সালের ২২ এপ্রিল প্রকাশ্য দিবালোকে সফরপুর হাজী শফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের দপ্তরী ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মাহবুবুল হককে স্কুল প্রাঙ্গণে তার ছেলে-মেয়েসহ শতাধিক শিক্ষার্থীর সামনে গুলি করে হত্যা করে সাবেক যুবদল কর্মী আসাদুজ্জামান পিন্টু ও তার কয়েকজন সহযোগি। এ ঘটনায় মাহবুবুল হকের স্ত্রী রাজিয়া খাতুন বাদী হয়ে ১০ জনের নামে মামলা করেন।

২০১২ সালে আদালত পিন্টু সহ তার আরো পাঁচ সহযোগির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন। পাঁচজনকে খালাস প্রদান করেন। মামলার পর থেকেই গ্রেপ্তার এড়াতে পিন্টু পলাতক ছিলেন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০১জুন/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :