ফলের সঙ্গে লবণ খান নিয়মিত? কী ভয়ানক সব ক্ষতি হয় জানুন

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০২ জুন ২০২৩, ০৯:৫২

বিভিন্ন প্রকার ফলের সঙ্গে লবণ খেতে অনেকেই ভালোবাসেন। এতে ফলের স্বাদ বেড়ে যায় বলে তাদের ধারণা। বিশেষ করে আমড়া, কামরাঙ্গা, জাম্বুরা, কাঁচা আম এবং তেঁতুলের মতো টক জাতীয় ফলের সঙ্গে লবণ না হলে তাদের চলেই না। এমনকি, পেঁয়ারার সঙ্গেও লবণ খান অনেকেই।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস শরীরের জন্য মোটেই ভালো নয়। এর থেকে বড় সব রোগের আশঙ্কা থাকে। ‌শুধু তাই নয়, যে ফলের সঙ্গে লবণ মিশিয়ে খাওয়া হয়, সেটির পৃষ্টিগুণও কমে যায় অনেকখানি। কারণ, লবণ ছাড়ানো সঙ্গে সঙ্গে ফল থেকে জলীয় অংশ বেরিয়ে যেতে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, সেই জলীয় অংশের সঙ্গেই বেরিয়ে যায় ফলের পুষ্টিগুণ। তখন ওই ফল শরীরের কোনো উপকারে তো লাগেই না, বরং তা বড় সব বিপদের কারণ হয়ে দাঁড়ায়। চলুন তবে জেনে আসি, ফলের সঙ্গে লবণ খেলে কী কী সমস্যা হতে পারে।

উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়

যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাদের এমনিতেই লবণ খেতে একেবারেই বারণ করেন চিকিৎসকরা। সেক্ষেত্রে ফলের সঙ্গে সাধারণত কাঁচা লবণ খাওয়া হয়, যা উচ্চ রক্তচাপের রোগীদের রক্তচাপ আরও বাড়িয়ে দিতে পারে।

ওজন বাড়িয়ে দেয়

ফলের সঙ্গে নিয়মিত কাঁচা লবণ খেলে শরীরের পানির পরিমাণ বেড়ে যায়। সেই পানি কিন্তু সাধারণ পানির মতো উপকারী নয়, ক্ষতিকর। ওই পানিই শরীরের ওজন বাড়িয়ে দেয়। লবণের মতই একই ঘটনা ঘটে চিনি ছড়িয়ে খেলেও। এতে ক্যালোরির পরিমাণ বেড়ে যায়। ফলে শরীরের ওজনও বাড়ে।

কিডনির বিপদ বাড়ে

শরীর ভালো রাখার জন্য ফল তো খাচ্ছেন । কিন্তু তাতে লবণ ছড়িয়ে দেওয়ার ফলে বিপদ বাড়ছে শরীরের। কিডনিতে সরাসরি প্রভাব ফেলে অতিরিক্ত লবণ। ধীরে ধীরে কিডনি বিকলও হয়ে যেতে পারে। তাই ফলের সঙ্গে লবণ না খাওয়াই ভালো।

শরীর ফুলে যায়

ফলের উপর লবণ ছড়িয়ে খেলে শরীর ফুলে যাওয়ার আশঙ্কা থাকে। লবণের মধ্যে থাকা সোডিয়াম এবং ওর পিএইচ মাত্রা শরীরে পানি ধরে রাখে। এর ফলে শরীর ফুলে যায়। তাই খেতে একটু অসুবিধা হলেও মিষ্টি ফল তো বটেই টক জাতীয় ফলের সঙ্গেও লবণ খাওয়া ছাড়ুন আজই।

(ঢাকাটাইমস/২জুন/এজে)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

খারাপ কোলেস্টেরলের যম তিল বীজ, উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৮৯

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বায়ু থেকে অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর উদ্বোধন

আলঝেইমার রোগের ঝুঁকি কমায় ঘুম ও কম খাওয়া

ক্যানসারের যম পেঁপের জুস! আরও কত উপকার করে জানুন

ডেঙ্গুতে আরও ২১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩০১৫

বনানীর প্রেসক্রিপশন পয়েন্টের দুইশর বেশি কর্মীকে পথে বসালো স্বাস্থ্য অধিদপ্তর!

এবার সন্ত্রাসী কায়দায় প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর

ডায়াবেটিস থেকে ওজন কমানোর মহৌষধ ঝিঙে

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাঁচ টোটকা, সুস্থ থাকবে হার্ট-কিডনি-চোখও

এই বিভাগের সব খবর

শিরোনাম :