জয়ের সেঞ্চুরি, শেষ টেস্ট ড্র করল বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০২৩, ১৮:৪৭

সিলেটে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। কেউই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচটি ড্র মনে নিয়েছে দুদলই।

পাহাড় সমান রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে বিনা উইকেটে ৪৭ রান তুলেছিলো বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলায় আবারও ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।

ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন তারা। প্রথম উইকেট জুটিতে ৯৩ রান তুলেন এই দুই ব্যাটার। ৯৫ বলে ৪৩ রান করে সাজঘরের পথ ধরেন জাকির। দ্বিতীয় উইকেটে নেমে সুবিধা করতে পারেননি অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। মাত্র ১২ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান বাঁ-হাতি এই ব্যাটার। দলনেতা ৪৯ বল খেলে করেন ৩৮ রান।

এদিকে চতুর্থ উইকেট জুটিতে ইয়াসির আলি রাব্বিকে সঙ্গে নিয়ে দুর্দান্ত খেলে যান ওপেনার জয়। দুজন মিলে গড়েন ১১৭ রানের জুটি। এ সময় জয়ের সপ্নই দেখছিলো টাইগাররা। কিন্তু রান তুলতে হতো টি-টোয়েন্টি ধাচে। ক্যারিবিয়ান বোলাররা সেটা হতে দেয়নি। ফলে শেষ পর্যন্ত ড্রই মেনে নিতে হয় স্বাগতিকদের।

ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৭ রানে থেমেছে রাব্বি। ৮৫ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো। এদিকে ফিফটি পূরণের পর শতকও তুলে নেন জয়। অপরাজিত থাকেন ১১৪ রানে। ২৬৮ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। ২০ রানে অপরাজিত থাকেন শাহাদাৎ হোসেন অপু।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৪৪৫ রান করে সফররত ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২২২ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৫ উইকেটে ২২০ রান তুলে ইনিংসটি ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।

(ঢাকাটাইমস/০২জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :