দিনাজপুরে পুকুরে ডুবে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৩, ২১:২৫| আপডেট : ০২ জুন ২০২৩, ২১:৩১
অ- অ+

দিনাজপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সদর উপজেলার ভবাই নগর চুনিয়াপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুনিয়াপাড়া এলাকার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী দেবনাথ (২৮) এবং তার দুই ছেলে গৌতম দেবনাথ (৮) ও প্রিতম দেবনাথ (৩)।

স্থানীয়রা জানান, দুপুরে অষ্টমী দেবনাথ বাড়ির পাশের একটি পুকুরে কাপড় ধোয়ার জন্য যান। তখন গৌতম ও প্রিতম মায়ের সঙ্গে পুকুর পাড়ে যায়। একপর্যায়ে তারা পুকুরে গোসল করেত নামে। গোসলের সময় তারা ডুবে যেতে থাকে। বিষয়টা দেখতে পান মা অষ্টমী দেবনাথ এবং সন্তানদের রক্ষার চেষ্টা করেন। তখন তিনিও ডুবে যান। সন্ধ্যার আগে স্থানীয় এক ব্যক্তি পুকুরে গৌতম ও প্রিতমের মরদেহ ভাসতে দেখেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রা দুই সন্তানের মরদেহ উদ্ধার করেন। কিছুক্ষণ পরে তাদের মায়েরও মরদেহ ভেসে উঠে।

কোতোয়ালী থানা পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০২জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা