কুমিল্লায় ট্রাকচাপায় এক বছরের মেয়েসহ মা নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ১৫:১৯
অ- অ+

কুমিল্লার হোমনায় ট্রাকচাপায় এক বছরের মেয়েসহ মা নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীমদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার হোমনা উপজেলার হোমনা পূর্ব পাড়া গ্রামের সজল সরকারের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও তার এক বছরের মেয়ে সাউদা।

পুলিশ জানায়, শনিবার সকালে ফেরদৌসী আক্তার তার একমাত্র মেয়ে সাউদাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে অটোরিকশায় করে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে শ্রীমদ্দি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে অটোরিকশাটি হেলে পড়ে। এ সময় ফেরদৌসী আক্তার ও তার কোলে থাকা কন্যা সন্তান সাউদা ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হয়েছে। দুপুরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক
গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
অর্ধশত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল মোহাম্মদপুর থানা পুলিশ
সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত গোপালগঞ্জে অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা