রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালচাঁন শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লালচাঁন শেখ ওই গ্রামের প্রয়াত আশরাফ শেখের ছেলে। পেশায় তিনি একজন ব্যাটারিচালিত রিকশাচালক।
আরও পড়ুন: বেনাপোলে পরিবহন শ্রমিকের আলিশান বাড়ি, দুদকে অভিযোগ
স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদ শেখ বলেন, সন্ধ্যায় নিজ ঘরের বারান্দায় বৈদ্যুতিক বাল্বের হোল্ডার লাগাতে যান লালচাঁন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/০৩জুন/এসএম)
মন্তব্য করুন