ইতিহাসগড়া ফাইনালে রাতে মুখোমুখি সিটি-ইউনাইটেড

মৌসুমের শেষ ডার্বিতে আজ রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতেই হবে ইতিহাস। এফএ কাপের ইতিহাসে এবারই প্রথম পরস্পরের বিপক্ষে ফাইনালে মাঠে নামছে নগর প্রতিদ্বন্দ্বী এই দুই ক্লাব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ইতিমধ্যে চলতি মৌসুমে একটি শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে হতাশায় ডুবিয়ে টানা শিরোপা নিশ্চিত করেছেন পেপ গার্দিওলার শিষ্যরা। সুযোগ রয়েছে ট্রেবল জেতার। এজন্য দুটি ফাইনাল জিততে হবে তাদের। যার একটিতে আজ মাঠে নামছে সিটিজেনরা।
এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। দলের সকল তারকা ক্রিকেটারই রয়েছে দারুণ ফর্মে। অন্যদিকে এরিক টেন হ্যাগের ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য কিছুটা চিন্তায় রয়েছে। কেননা অ্যান্টনি সান্তোসকে পাবে না ইউনাইটেড। ইনজুরিতে রয়েছেন লিজান্দ্রো মার্টিনেজও।
(ঢাকাটাইমস/০৩জুন/এমএম)

মন্তব্য করুন