পিবজার নির্বাচনে হেরে গেলেন ড. কলিমুল্লাহ, নতুন নেতৃত্বে অ্যাড. রুহী ও ডা. রথীন্দ্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ১৭:৫৫| আপডেট : ০৩ জুন ২০২৩, ২১:২৫
অ- অ+

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিবজা) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর চেয় ৩ গুণ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রুহী শামসাদ আরা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. রথীন্দ্র নাথ সরকার (রবিন)।

শুক্রবার (২ জুন) জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে অ্যাডভোকেট রুহী শামসাদ আরা পেয়েছেন ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ পেয়েছেন ৫৩ ভোট। সালেহ আহমেদ মিঞা ৩৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ডা. রথীন্দ্র নাথ সরকার (রবিন) পেয়েছেন ১৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতানা হ্যাপি পেয়েছেন ৬৬ ভোট।

এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন:

সহ-সভাপতি তিন জন নির্বাচিত হয়েছেন। প্রিন্সিপাল এম এ মোনায়েম ১৬৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন। মোহাম্মদ মাহবুবুর রহমান ১৬৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এবং ড. মো. আবু বকর সিদ্দীক ১৪৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক দুই জন বিজয়ী হয়েছেন। এর মধ্যে কামাল মোশারেফ ১১৭ পেয়ে প্রথম হয়েছেন, ইঞ্জিনিয়ার দানিয়েল মোহাম্মদ আওরঙ্গজেব ১১৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ঢাকা টাইমসের সহকারী বার্তা সম্পাদক আনিসুর রহমান ১০৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক তসলিমা খাতুন ১৫৭ভোট, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম ১৭৭ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার ১৬৯ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম রবি ১৬৩ ভোট, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ আহমেদ ১৪৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩১ সদস্য বিশিষ্ট কমিটির ১২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি ১৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন

এস এম জাহাঙ্গীর আলম (ক্রীড়া সম্পাদক), মোহাম্মদ সাদিকুল ইসলাম (তথ্য গবেষণা সম্পাদক), মো. তারিকুজ্জামান খান (সমাজ কল্যাণ সম্পাদক), মোহাম্মদ রফিকুল ইসলাম সুমন (দপ্তর সম্পাদক), রাজিবুল হাসান (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), এবিএম ইব্রাহিম খলিল (আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক)।

এর মধ্যে কার্যনির্বাহী সদস্যরা হলেন

এ আর এম মামুন, আদম মালেক, আলম শামস, ডা. মো. মারুফ নেওয়াজ, মো. সাইফুল ইসলাম স্বপন, মো. সারোয়ার হোসেন, মো. তানভীর হোসেন, মো. জামশেদ আকবর, মো. মোস্তাফিজুর রহমান, মীর মো. কবির হোসেন, মোহাম্মদ আনিসুজ্জামান, সাইদুল ইসলাম ও এস এম আলাউদ্দিন আল আজাদ আলিফ।

নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ছিল বাংলাদেশ রোভার স্কাউটের একদল চৌকস কর্মী। সম্পূর্ণ ভোট প্রক্রিয়া ভোট কেন্দ্রের বাহিরে বড় পর্দায় লাইভ প্রদর্শিত হয়। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত কয়েকবার এসে নির্বাচনের খোঁজ খবর নেন। নির্বাচনী প্রার্থী সহ সকল ভোটারগণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রশংসা করেন।

(ঢাকাটাইমস/৩জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
আ.লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান ও বিক্ষোভ এনসিপিসহ বিভিন্ন দলের
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা