ইউআইটিএসের দ্যা ইংলিশ ক্লাবের নির্বাচন: ভিপি শাদমান তাসিন জিএস সাহরিন সাফিন

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ০৩ জুন ২০২৩, ২২:১৪ | প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ২২:১২

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ‘দ্যা ইংলিশ ক্লাব (টেক) নির্বাচন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগের প্রধান নাঈমা আফরিনের সভাপতিত্বে ও টেক নির্বাচন '২৩-এর প্রধান নির্বাচন কমিশনার, বিভাগীয় শিক্ষক রুবেল পারভেজসহ বিভাগীয় শিক্ষকমণ্ডলীর পরিচালনায় এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গত বৃহস্পতিবার (১ জুন ‘২৩) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূইয়াঁ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ এবং লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দা আফসানা ফেরদৌসি নির্বাচনের সার্বিক পরিস্থিতি তত্ত্বাবধানের লক্ষ্যে নির্বাচন কেন্দ্র পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপাচার্য নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করায় নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেন যে, এই নির্বাচনের মাধ্যমে ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি কো-কারিকুলার বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করবে, যা তাদের পরবর্তী কর্মজীবনে সহায়ক হবে।

টেক-এর নির্ধারিত সাতটি পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা নমিনেশন নিয়ে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। বিভাগের অন্যান্য শিক্ষার্থী ব্যালট পেপারের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। ভোটগ্ৰহণ শেষে পিএইচপি স্কয়ারে ফলাফল ঘোষণা করা হয়। এতে বিজয়ীদের উল্লাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নিয়ে টেক-এর নতুন কমিটি গঠিত হয়।

* সভাপতি (পদাধিকার বলে) : নাইমা আফরিন, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ।

* কোষাধ্যক্ষ (মনোনীত) : তানিয়া তাবাসসুম তনু, সহকরী অধ্যাপক, ইংরেজি বিভাগ।

* কো-অরডিনেটর (মনোনীত) : জনাব শুভ দাস, প্রভাষক, ইংরেজি বিভাগ ও অতিরিক্ত পরিচালক, ইন্টারন্যাশনাল ডেস্ক।

নির্বাচনে জয় লাভ করে ক্লাবের ৭টি গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত হয়েছেন-

১. সহ-সভাপতি : শাদমান তাসিন (ব্যাচ ৪৪)

২. সাধারণ সম্পাদক : সাহরিন সাফিন (ব্যাচ ৪৪)

৩. সহ-সাধারন সম্পাদক : রেবেকা শারমিন (ব্যাচ ৪৫)

৪. সাংস্কৃতিক সম্পাদক : সাজিয়া সুলতানা স্মৃতি (ব্যাচ ৪৭)

৫. সহ-সাংস্কৃতিক সম্পাদক : সাইফুল ইসলাম সিয়াম ( ব্যাচ ৪৮)

৬. ক্রীড়া সম্পাদক : মেহেদী হাসান রওনক (ব্যাচ ৪৭)

৭. সহ-ক্রীড়া সম্পাদক : আমির হামজা রাহাত (ব্যাচ ৪৮)

-বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/০৩জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :