ঢাকা-১৭ আসনে মনোনয়ন ফরম নিলেন আব্দুল কাদের খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ জুন ২০২৩, ১৮:০৮ | প্রকাশিত : ০৫ জুন ২০২৩, ১৭:২৫

ঢাকা-১৭ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের খান। সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বনানী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আজাদ, ভাষানটেক থানা সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান ঝন্টু, সাংগঠনিক সম্পাদক আলমগীর, গুলশান থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাজাহান, ভাষানটেক থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ লিটন, ভাষানটেক থানা ছাত্রলীগের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক নিলয়। এছাড়াও কাদের খানের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করে আব্দুল কাদের খান সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন। সেই নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্দেশে আমার প্রার্থীতা আমি প্রত্যাহার করে নিয়েছিলাম। আমি মনোনয়ন প্রত্যাহার করলেও নেতাকর্মীদের নিয়ে সবসময় মাঠে আছি। আমার নেতাকর্মীরা পরিবারের সদস্যদের মতোই আমার পাশে আছে। আমিও নেতাকর্মীদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।

কাদের খান বলেন, ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের দুর্ভাগ্য, এই আসনে প্রতিবার বাইরে থেকে এনে প্রার্থী দেয়া হয়। তারা নির্বাচিত হওয়ার পর কেউ এলাকায় থাকেন না। নিজ নিজ এলাকায় চলে যান। এই আসনের নেতাকর্মীরা ৪০ বছর ধরে বঞ্চিত। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন, তিনি যেন আমাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে আমার এলাকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়। মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে আব্দুল কাদের খান ছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরও ১২ জন।

গত শনিবার থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির শুরু হয়।

ঢাকা-১৭ আসন উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোট ১৭ জুলাই। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

(ঢাকাটাইমস/০৫জুন/জেএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :