ঢাকা-১৭ আসনে মনোনয়ন ফরম নিলেন আব্দুল কাদের খান

ঢাকা-১৭ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের খান। সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বনানী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আজাদ, ভাষানটেক থানা সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান ঝন্টু, সাংগঠনিক সম্পাদক আলমগীর, গুলশান থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাজাহান, ভাষানটেক থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ লিটন, ভাষানটেক থানা ছাত্রলীগের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক নিলয়। এছাড়াও কাদের খানের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করে আব্দুল কাদের খান সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন। সেই নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্দেশে আমার প্রার্থীতা আমি প্রত্যাহার করে নিয়েছিলাম। আমি মনোনয়ন প্রত্যাহার করলেও নেতাকর্মীদের নিয়ে সবসময় মাঠে আছি। আমার নেতাকর্মীরা পরিবারের সদস্যদের মতোই আমার পাশে আছে। আমিও নেতাকর্মীদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।
কাদের খান বলেন, ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের দুর্ভাগ্য, এই আসনে প্রতিবার বাইরে থেকে এনে প্রার্থী দেয়া হয়। তারা নির্বাচিত হওয়ার পর কেউ এলাকায় থাকেন না। নিজ নিজ এলাকায় চলে যান। এই আসনের নেতাকর্মীরা ৪০ বছর ধরে বঞ্চিত। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন, তিনি যেন আমাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে আমার এলাকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়। মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে আব্দুল কাদের খান ছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরও ১২ জন।
গত শনিবার থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির শুরু হয়।
ঢাকা-১৭ আসন উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোট ১৭ জুলাই। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
(ঢাকাটাইমস/০৫জুন/জেএ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’

ওবায়দুল কাদেরের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আজই মতামত: আইনমন্ত্রী

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আওয়ামী লীগের যৌথসভা বিকালে

সাংবাদিক নির্যাতন: ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মী বহিষ্কার

অক্টোবর ঘিরে চলবে রাজপথ দখলের লড়াই

সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক: তথ্যমন্ত্রী

নির্বাচনে বাধা দিলে রাজপথে বিএনপিকে প্রতিহত করা হবে: হানিফ
