ইউক্রেন থেকে শস্য আমদানিতে ইইউ’র নিষেধাজ্ঞা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৩, ১৬:০৭
অ- অ+
প্রতিকী ছবি

ইউরোপীয় ইউনিয়ন তাদের কৃষকদের স্বার্থ রক্ষায় ইউক্রেনের কৃষি পণ্য আমদানির ওপর পাঁচ দেশের আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াবে। সোমবার কমিশন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর মস্কো কৃষ্ণ সাগরের বন্দরগুলো অবরোধ করে রাখায় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে আরও বেশি পণ্য রপ্তানি করতে বাধ্য হয়।

ইইউ তাদের যুদ্ধ বিধ্বস্ত প্রতিবেশী দেশের সঙ্গে সংহতির স্মারক হিসেবে ২০২২ সালের মে মাসে ইউক্রেনের কৃষি পণ্যের আমদানি শুল্ক স্থগিত করে।

কিন্তু পূর্ব ইউরোপীয় দেশগুলোতে ইউক্রেনে উৎপাদিত শস্য আমদানির ফলে বাজার সয়লাব হয়ে যায়, এতে স্থানীয় কৃষিপণ্যের দামের ওপর বিরূপ প্রভাব পড়ে। এরফলে বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়া এপ্রিলে একতরফাভাবে কিয়েভ থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে।

ওই মাসের শেষের দিকে এ বিষয় ব্রাসেলস পাঁচটি দেশের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায়। দেশ পাঁচটি হলো বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়া। সোমবার এই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর এমন পদক্ষেপ গ্রহণ করে। শস্য মৌসুমে দেশগুলোতে প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা এবং শস্য ভান্ডারের অপ্রতুলতায় ইউক্রেন থেকে ৪টি কৃষিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর অনুমতি দেয়া হয়। এই পণ্যগুলো হলো গম, ভূট্টা, রাইসরিষা এবং সূর্যমুখী বীজ।

(ঢাকাটাইমস/৬জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা