পরবর্তী কোচ হিসেবে এখনো আনচেলত্তির ব্যাপারে আশাবাদী ব্রাজিল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ১৮:৩৫
অ- অ+

জাতীয় দলের নতুন কোচ হিসেবে এখনো কার্লো আনচেলত্তিকে পাবার ব্যাপারে আশাবাদী ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রড্রিগুয়েস। ইউরোপে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচের সময় রিয়ল মাদ্রিদের কোচের সঙ্গে এ ব্যপারে আলোচনার ইঙ্গিত দিয়েছেন সিবিএফ সভাপতি।

একইসাথে স্প্যানিশ ক্লাব সভাপতি ফ্লোরেনতিনো পেরেজের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি আলাপ করবেন। তিতের স্থানে জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে আনচেলত্তি ব্রাজিলের প্রথম পছন্দ। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পরাজিত হয়ে বিদায় নেবার পর তিতেও জাতীয় দলের পদ থেকে সড়ে দাঁড়ান।

রিও ডি জেনিরোতে সিবিএফ’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রড্রিগুয়েস বলেছেন, ‘সে এখনো আমাদের প্ল্যান-এ’তে আছেন। ইউরোপ সফরে আমি এই বিষয়ে পরিপূর্ণ ভাবে কাজ করতে চাই। এই সফরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভবিষ্যত কোচের ব্যপারে সিদ্ধান্ত নিতে এই সফরটাকে কাজে লাগাতে চাই। আনচেলত্তি ও রিয়াল সভাপতির সঙ্গে কথা বলার ইচ্ছা আছে। তবে এখনো জানিনা আদৌ সেটা সম্ভব হবে কিনা।’

আগামী ১৭ জুন স্পেনে গিনি ও ২০ জুন পর্তুগালে সেনেগালের মোকাবেলা করবে ব্রাজিল।

২০২৪ সাল পর্যন্ত মাদ্রিদের সঙ্গে চুক্তি রয়েছে ইতালিয়ান আনচেলত্তির। এটা ব্রাজিলের সঙ্গে সম্ভাব্য কোন চুক্তিকে বাঁধাগ্রস্থ করবে বলে রড্রিগুয়েসের বিশ্বাস। যদিও রড্রিগুয়েস মনে করেন কেউই চুক্তি ভঙ্গ করতে চায়না, আর সমস্যা এখানেই। যদিও সবকিছুকো বাস্তবে রূপান্তরের জন্য সম্ভাব্য সব চেষ্টাই করা হবে এবং সেভাবেই আনচেলত্তিকে প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন সিবিএফ বস।

সিবিএফ ব্রাজিলের স্থানীয় অন্যান্য কোচদের দিকেও নজড় রাখছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন পালমেইরার আবেল ফেরেইরা, ফ্লুমিনেন্সের ফার্নান্দো দিনিজ ও সাও পাওলোর ডোরিভাল জুনিয়র। শেষ পর্যন্ত আনচেলত্তিকে আনতে ব্যর্থ হলে এদের মধ্যে থেকেই কাউকে বেছে নিবে সিবিএফ।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে জাতীয় দলের কোচ নিয়োগের ব্যপারে আশাবাদী রড্রিগুয়েস। এরই মধ্যে অনুর্ধ্ব-২০ দলের কোচ র‌্যামন মেনজেসকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সিবিএফ।

(ঢাকাটাইমস/৭জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা