শেরপুরে হুইস্কি-বিয়ারসহ যুবক আটক

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ২১:৩৩
অ- অ+

শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল হুইস্কি ও ৪৪ ক্যান বিয়ারসহ আসাদুজ্জামান আপেল (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসাদুজ্জামান আপেল উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকার ফছির উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ জানায়, শুক্রবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২৪ বোতল হুইস্কি এবং ৪৪ ক্যান বিয়ারসহ আসাদুজ্জামান আপেলকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সবুজ রানা জানান, আটক আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা