পুত্র সন্তানের বাবা হলেন শোভন, দোয়া চাইলেন দেশবাসীর কাছে

পুত্র সন্তানের বাবা হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সন্তান ও মা দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে সন্তান জন্ম দেন তার স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন শোভন নিজেই।
এদিকে শোভনের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এই সংবাদে তার পরিবারসহ স্থানীয় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করে মিষ্টিমুখ করেন।
প্রথম দাদা হওয়ার অনুভূতি ব্যক্ত করে শোভনের বাবা ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুনবী চৌধুরী খোকন ঢাকা টাইমসকে বলেন, আমাদের পরিবারে নতুন অতিথি আসায় আমরা সবাই খুশি। আপনারা তার জন্য দোয়া করবেন।
আরও পড়ুন: দিনাজপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে ভাগ্য বদল আইনুলের
রেজওয়ানুল হক চৌধুরী শোভন ঢাকা টাইমসকে বলেন, নতুন অতিথির আগমন। সে যেন মানুষের উপকারে কাজে লাগে। মানুষের উপকারের জন্য সে নিজের জীবন বিলিয়ে দিতে পারে। সে মানুষের কল্যাণে কাজ করবে এটাই প্রত্যাশা রইল। আমার সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
(ঢাকাটাইমস/১০জুন/এসএম)

মন্তব্য করুন