রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী একটি জাহাজ।
এম ভি জে হ্যায় নামের জাহাজটি শনিবার (১০ জুন) সকালে বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে। এর পরপরই জাহাজটি থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড।
টগি শিপিং-এর খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে চায়না পতাকাবাহী এ জাহাজটি গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। ইন্দোনেশিয়া থেকে যাত্রা শুরুর ১৯ দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়। এরপর সেখান থেকে জাহাজটি শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে।
তিনি বলেন, জাহাজটি ভেড়ার সঙ্গে সঙ্গেই শনিবার সকাল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহনের কাজ। খালাস করা কয়লা লাইটারেজে করে নেয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। জেটির নিজস্ব গ্রাস্পের (কামড়ীকল) মাধ্যমে পরিবহনের (নৌযান/লাইটারেজ থেকে) কয়লা উত্তোলন করে স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে তা সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির কয়লার শেডে বা গোডাউনে।
এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম. ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এম ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫ শ মেট্রিক টন কয়লা এসেছিল রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য।
(ঢাকাটাইমস/১০জুন/ইএস)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

নেত্রকোণায় দুই দিন ব্যাপী বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসব

ছিটকিনি লাগিয়ে ঘরে আটকে পড়ে শিশু, ৯৯৯-এ ফোন করে উদ্ধার

গাইবান্ধায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

দোহাজারী-কক্সবাজার পরীক্ষামূলক ট্রেন যাবে ১৫ অক্টোবর

মৌলভীবাজারে ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ

পলি জমে বন্ধের পথে উপকূলের একমাত্র নদী, মৎস্য বন্দর হুমকির মুখে

বগুড়ায় বেতন-ভাতার দাবিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

সুফিবাদ হলো জ্ঞান ও সাধনার সমন্বিত পথ: সুফি মিজান

বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
