সৌদি আরব গেছেন ৭০ হাজার ২৫৬ হজযাত্রী, আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ জুন ২০২৩, ১১:১১ | প্রকাশিত : ১১ জুন ২০২৩, ১১:০৮

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৭০ হাজার ২৫৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়েছে। বুলেটিনে আরও দুইজন হজযাত্রীর মৃত্যুর খবরও দেওয়া হয়েছে।

গত ৮ জুন আমজাদ হোসেন প্রধান (৫৭) এবং ৯ জুন মো. মতিয়ার রহমান (৬৮) মারা যান।

আমজাদ হোসেন প্রধানের বাড়ি গাইাবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামে। তাঁর হজযাত্রী নম্বর ১৪৯২২০৭ এবং পাসপোর্ট নম্বর এ০৩৯০১১৩৬।

মতিয়ার রহমানের বাড়ি রংপুর সদরের ৮ নম্বর ওয়ার্ডে। তাঁর হজযাত্রী নম্বর ০৮৫০০৯১ এবং পাসপোর্ট নম্বর ইই০৪৯৬৩৬১।

এ নিয়ে সৌদি আরবে মোট ১০ জন হজযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে পুরুষ আটজন ও নারী দুইজন। তাদের সবাই মক্কায় মারা গেছেন।

আরও পড়ুন>>পাকিস্তানে প্রবল বর্ষণে ২৫ জনের মৃত্যু, আহত ১৪৫

শনিবার রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে আরও জানানো হয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৭০ হাজার ২৫৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬০ হাজার ৯০৬ জন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৫৭ জন।

উল্লেখ্য, গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১১জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :