কালিয়াকৈরে ঘরের মেঝে খুঁড়তে গিয়ে মিলল গ্রেনেড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুন ২০২৩, ২২:৪৮

গাজীপুরের কালিয়াকৈরে পুরাতন মাটির ঘরের মেঝে থেকে গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গ্রেনেডটি ওই মাটির ঘরের মেঝে খুঁড়তে গিয়ে একটি হাঁড়ির ভেতর পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জেঞ্জিচালা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা রহিজ মিয়া তার নতুন বাড়ি তৈরির জন্য পুরোনো একটি মাটির ঘর ভাঙছিলেন। এ সময় ঘরের মেঝের কিছু অংশ খুঁড়তেই মুখ বন্ধ করা একটি মাটির হাঁড়ি পাওয়া যায়। পরে বাড়ির লোকজন সেটা বের করে বোমর মতো একটি বস্তু দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে ঘটনাটি আশপাশে ছড়িয়ে গেলে লোকজন এসে ভিড় জমান। পরে লোকজন আতংকিত হয়ে থানা-পুলিশকে ফোন করেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ি পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে দীর্ঘ সময় পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখেন।

কলিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটিকে পানি ভর্তি একটি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :