সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৩, ১৫:৩০| আপডেট : ১৯ জুন ২০২৩, ১৫:৪৭
অ- অ+

বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ মানববন্ধন শেষে সাংবাদিকরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন।

ভোরের কাগজ ও মানবকন্ঠের সাংবাদিক আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও কালের কন্ঠের সাংবাদিক গাজী মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফারুক হোসাইন, মাজারুল ইসলাম, সিরাজুল ইসলাম ও দ্বীন ইসলাম অনিক।

বক্তারা বলেন, দিন দিন সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা টাইমসের ইমরান হোসেন, শেখ এনামুল হক বিদ্যুৎ, নুরনবী জনি, শেখ ফরিদ, রুবেল মিয়া, কামরুল ইসলাম, মো. শাহিন সাকি, মো. শাহজালাল, আব্দুল মোতালেব প্রধান, সামসুল আলম তুহিন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা