সৌদি আরবে পৌঁছেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন হজযাত্রী। এদিকে সৌদি আরবে গতকাল শনিবার আরো একজন হজযাত্রী মারা গেছেন বলে জানা গেছে।
শনিবার দিবাগত রাত ১টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০ হাজার ৩২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১ লাখ ১২ হাজার ৫৬২ (ব্যবস্থাপনা সদস্যসহ ) জন।
বুলেটিনে আরও জানানো হয়, ১ লাখ ২৩ হাজার ৩৩০ জন হজযাত্রী ভিসা পেয়েছেন।
এ বছর বাংলাদেশে সরকারি হজযাত্রীর কোটা ১০ হাজার ৩৬০ জন। বেসরকারি হজযাত্রীর কোটা ১ লাখ ১২ হাজার ১৯৮ জন (২৫০৬ জন গাইডসহ )।
এদিকে বুলেটিনে সর্বশেষ মৃত্যুর তথ্যে জানানো হয়েছে, শনিবার মনোয়ারা বেগম (৭২) নামে একজন হজযাত্রী মারা গেছেন। তার পাস পোর্ট নম্বর ইএফ০০৬৮৮৩৫।
উল্লেখ্য, গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।
২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/২৫জুন/এফএ)

মন্তব্য করুন