নির্বাচনে পরাজিত হবে জেনেই পালিয়ে বেড়ানোর পাঁয়তারা করছে বিএনপি: বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০২৩, ০৮:৫৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হবে জেনেই বিএনপি পালিয়ে বেড়ানোর পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

শনিবার সন্ধ্যায় মাদারীপুরের কুকরাইলে তার নিজ বাসভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটি আয়োজিত এক শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে জনগণের ভোটে বিজয় হওয়ার সৎ সাহস বিএনপির নেই, তাই এই নির্বাচনকে সামনে রেখে এখনো তারা নানান ধরনের ষড়যন্ত্র চলাচ্ছে।

শেখ হাসিনার আমলেই জঙ্গিবাদ নির্মূল সম্ভব হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, বাংলাদেশ আজকে জঙ্গিদের অভয়ারণ্য থেকে মুক্তি পেয়েছে, এখন জঙ্গিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সম্পূর্ণ নির্মূল না হলেও অনেকটাই নিয়ন্ত্রনের পথে। এটাই হলো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে শেখ হাসিনার সাহসি নেতৃত্ব। যেখানে জঙ্গিবাদের কোন জায়গা নেই।

বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনা টানা তিনবার ক্ষমতায় থাকায় দেশ এখন উন্নয়নের রোল মডেল। সারাবিশ্বের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। ২০২৬ সালে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবো।

আরও পড়ুন: সুনামগঞ্জে ৮ গুণীজনকে সংবর্ধনা

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, ঐক্য পরিষদের সভাপতি শ্যামল দে, সাধারণ সম্পাদক এ্যাড বিমল কুমার বাড়ৈ, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাদিম বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড বিদ্যুৎ কান্তি বাড়ৈ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার প্রমুখ।

(ঢাকাটাইমস/০২জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি মহাসচিবের সঙ্গে ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

রাজনৈতিক দলগুলোর মধ্যেও ইতিবাচক পরিবর্তন জরুরি: মান্না

আ.লীগের বিরুদ্ধে মানুষের ঘৃণা শত বছরেও দূর হবে না: সেলিম উদ্দিন 

কতিপয় রাজনৈতিক দল আ.লীগের পথেই হাঁটছে: জিএম কাদের

সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা আলাল

গণমাধ্যম অফিসে হুমকির অভিযোগ, মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক দুলাল বহিষ্কার

কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বাবর

চলমান অস্থিরতায় প্রতিযোগী দেশগুলো আমাদের পোশাকখাত ধ্বংসের সুযোগ পাবে: জামায়াত সেক্রেটারি

সংস্কার শেষে স্বল্প সময়ে নির্বাচনে যাবে অন্তর্বর্তী সরকার, প্রত্যাশা মির্জা ফখরুলের

২৮ অক্টোবরের সমাবেশে হামলার ঘটনায় আজ মামলা করবে বিএনপি

এই বিভাগের সব খবর

শিরোনাম :