হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৩, ১৬:০৮
অ- অ+

সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে জেলার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মাঝ বাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা (১৩), মারজানা (৮) ও ছেলে রবিন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বসতঘর থেকে ছোট ডিঙ্গি নৌকা দিয়ে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যায় তিন ভাই-বোন। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টিতে তাদের নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ হয় তিন ভাই-বোন। এসময় স্থানীয়রা খোঁজা-খুঁজি করে একজনের মরদেহ উদ্ধার করে। পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দুজনের মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা