ঢাকায় ইয়াবা বেচতে এসে রিসোর্ট মালিক ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২৩, ১৯:৪৬

রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজারের মেরিন ইকো রিসোর্টের মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ।

মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রিসোর্ট মালিক ও চক্রের মূলহোতা কাজী জাফর সাদেক ওরফে রাজু, আরাফাত আবেদীন, তাহরিম ইসলাম রবিন, আহম্মেদ সাবাব, সাদি রহমান। তাদের কাছ থেকে ৮ হাজার ৮১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, গত ৪ জুলাই ১১২ পিস ইয়াবাসহ আহম্মেদ সাবাব ও সাদি রহমান নামে দুইজন ব্যক্তিকে বনানী এলাকা এবং তাহরিম ইসলাম রবিনকে গুলশান এলাকা হতে দুই শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে কক্সবাজারভিত্তিক একটি মাদক সিন্ডিকেটের তথ্য পাওয়া যায়। সে অনুযায়ী ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে আরাফাত আবেদীন নামের একজন ব্যক্তিকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যে রামপুরা এলাকা থেকে কাজী জাফর ছাদেক রাজুকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানিয়েছে, কাজী জাফর ছাদেক রাজু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে কক্সবাজার থানায় দুটি মামলা আছে। কক্সবাজারের কলাতলীতে মেরিন ইকো রিসোর্টের মালিক বলে জানা গেছে।

রাজুকে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে ডিএনসি আরও জানায়, দীর্ঘদিন ধরে সে নিজে এবং তার সহযোগিদের মাধ্যমে কক্সবাজার এলাকা থেকে বিমান পথে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে তার এজেন্টদের মধ্যে সরবরাহ করত। গ্রেপ্তারকৃতদের বনানী, গুলশান, ঢাকা ক্যান্টনমেন্ট ও রামপুরা থানায় পৃথক পৃথক মামল দায়ের করা হয়েছে।

সংস্থাটির মেট্রো দক্ষিণ বিভাগ গত জুনের অভিযানে ৩৩ হাজার পিস ইয়াবাসহ ৫৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকাটাইমস/০৫জুলাই/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পাবজি খেলার লোভ দেখিয়ে ৩০ শিশুকে বলাৎকার, যুব অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

রাজধানীতে সাড়ে ৮ হাজার লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

সংসদ ভবন এলাকায় ছাত্রলীগ কর্মী খুন

বিদেশ ভ্রমণের প্রলোভনে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতেন নিউটন: র‌্যাব

হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব: মুখপাত্র

নারী ক্রীড়াবিদকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সম্পাদক নিউটন গ্রেপ্তার

ফরিদপুরে স্কুলছাত্র অন্তর হত্যা: কাঠমিস্ত্রির ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মেডিকেল সামগ্রী ক্রয় প্রক্রিয়ায় জালিয়াতি, গ্রেপ্তার ২

পোশাক পরে ভাইয়ের পক্ষে মনোনয়ন উত্তোলন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

কুকি-চিনের নারী শাখার ‘প্রধান সমন্বয়ক’ আটক: র‌্যাব

এই বিভাগের সব খবর

শিরোনাম :