চাকরি দেয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০২৩, ১৮:৫৬

চাকরি দেয়ার নাম করে সেগুনবাগিচায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাজী মামুনুর রশিদ নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত মঙ্গলবার ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) পরীক্ষা নিরীক্ষা করাতে যান।

জানা যায়, পুরান ঢাকায় বাস করা ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ (প্যরালাইজড)। হাইকোর্ট মাজারে গিয়ে কান্নাকাটি করার সময় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি তার কাছে কান্নাকাটির কারণ জানতে চান। তখন পরিবারের অস্বচ্ছলতা ও স্বামীর অসুস্থতার কথা জানালে ওই ব্যক্তি তাকে চাকরি দেওয়ার আশ^স দেন। এ সময় ওই নারীর মোবাইল নম্বরও নিয়ে যান ওই ব্যবসায়ী।

ওই নারীর স্বজনরা অভিযোগ করেন, চাকরি দেওয়ার কথা বলে ওই ব্যক্তি গত ৪ জুলাই দুপুরে ফোনে ওই নারীকে রাজধানীর সেগুনবাগিচার ভবনে ডেকে নেন। তারপর নানা বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে কুপ্রস্তাব দেয়। এতে ওই নারী রাজি না হওয়ায় জোরপূর্বক তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়। ধর্ষণের শিকার ওই নারী বিষয়টি ফোন করে স্বজনদের জানালে তারা শিল্পকলা একাডেমির পাশের রাস্তা থেকে তাকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার এসআই আরিফ রাব্বানী জানান, চিকিৎসার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

(ঢাকাটাইমস/০৮জুলাই/আরকেএইচ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

হেফাজতে নারীর মৃত্যু: র‌্যাব-১৪ অধিনায়ককে সরানো হচ্ছে?

পাবজি খেলার লোভ দেখিয়ে ৩০ শিশুকে বলাৎকার, যুব অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

রাজধানীতে সাড়ে ৮ হাজার লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

সংসদ ভবন এলাকায় ছাত্রলীগ কর্মী খুন

বিদেশ ভ্রমণের প্রলোভনে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতেন নিউটন: র‌্যাব

হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব: মুখপাত্র

নারী ক্রীড়াবিদকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সম্পাদক নিউটন গ্রেপ্তার

ফরিদপুরে স্কুলছাত্র অন্তর হত্যা: কাঠমিস্ত্রির ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মেডিকেল সামগ্রী ক্রয় প্রক্রিয়ায় জালিয়াতি, গ্রেপ্তার ২

পোশাক পরে ভাইয়ের পক্ষে মনোনয়ন উত্তোলন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :