দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুরের যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৬:৩৭ | প্রকাশিত : ১১ জুলাই ২০২৩, ১৬:১৯

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে শামীম শিকদার (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জোহানেসবার্গ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম শিকদার মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকার আনিছ শিকদারের ছেলে। তার পরিবারে স্ত্রী ও ৪ সন্তান রয়েছে।

নিহতের পরিবার জানায়, প্রায় ১৪ বছর আগে পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শামীম শিকদার। জোহানেসবার্গ শহরে তিনি ও তার শ্যালক প্রবাল একটি মুদি দোকান চালাতেন। সোমবার রাতে ওই দোকানে এসে চাঁদা দাবি করেন একদল সশস্ত্র সন্ত্রাসী। এসময় তাদের চাঁদা দিতে অস্বীকার করলে এলোপাতাড়ি গুলি ছোড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা শামীম শিকদারকে আহত অবস্থায় উদ্ধার করে ফজলুরাস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বলেন, সংসারের হাল ধরতে আমার ছেলে দক্ষিণ আফ্রিকায় যায়। কয়েক মাস আগেও বাড়িতে এসেছিল। গতকাল আমার ভাইয়ের ছেলে আমাকে এ ঘটনা জানায়। আমার ছেলেকে সন্ত্রাসীরা মেরে ফেলল। আমাদের একটাই দাবি অন্তত ছেলের মুখটা যেন দেখতে পারি। সরকারের পক্ষ থেকে ওর লাশটা দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম বলেন, আমরা এখনো এ বিষয়ে খবর পাইনি। আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের পক্ষ থেকে ওই পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

(ঢাকাটাইমস/১১জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :