ময়মনসিংহের তারাকান্দায় সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৩, ১৪:০৭
অ- অ+

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নে একটি সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

ইউনিয়নের কাশিগঞ্জের সাধুপাড়া গাঙ্গিনাপাড় মোড় থেকে বাঘমারা পযন্ত ২ কিলোমিটার ও সুবলিয়াপাড়া হাজী শামসুদ্দিন দাখিল মাদ্রাসা পযন্ত আরও ২ কিলোমিটারের মোট চার কিলোমিটার সড়কের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতার দাপুটে তারা এমন অনিয়মের প্রতিবাদ করতে পারছেন না। তাই ঠিকাদার মো. আতিকুর রহমান নিজের খুশি মতো কাজ করছেন।

ঠিকাদারের নিয়োগকরা সাইড ম্যানেজার আব্দুল আজিজ জানান, সাহেব যেভাবে বলেছেন সেইভাবেই তিনি কাজ করছেন ।

স্থানীয় সাধুপাড়া গাঙ্গিনাপাড়ের আনোয়ার হোসেন, সুরুজ আলী সরকার ও ইসলামপুর গ্রামের রুহুল আমিন, আজিজুল হক অভিযোগ করে জানান, রাস্তা নির্মাণে অনিয়ম হচ্ছে জানিয়ে তারা ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন কিন্তু এতে কোনো কাজ হয়নি।

অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. আতিকুর রহমান বলেন, সঠিক নিয়মেই কাজ হচ্ছে।

আরও পড়ুন: ব্যাটারিচালিত দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পা হারালেন নারী

ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা