বানিয়াচংয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির পুকুরে ডুবে আপন দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু গ্রামের কাজী আমিরুল ইসলামের মেয়ে মাহমুদা আক্তার (৪) ও কাজী ইমরানের মেয়ে ফাতেমা আক্তার (৩)।
নিহত শিশুদের স্বজনরা জানান, মাহমুদা আক্তার ও ফাতেমা আক্তার রবিবার দুপুরে ঘর থেকে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান না পেয়ে স্বজনরা বাড়ির পাশে পুকুরে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুসমিতা সাহা জানান, হাসপাতালে আসার আগেই শিশুদের মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এআর)