সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সুনামগঞ্জের দুই উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার জেলার তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে বিকালে ও দোয়ারাবাজার উপজেলা দুপুরে পুকুরের পানিতে ডুবে পৃথক দুটি স্থানে ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলো, জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও গ্রামের হরিবল পালের ছেলে অন্তর পাল (২বছর) ও জেলার ছাতক উপজেলার জাওয়াবাজার এলাকার ঘোড়াডম্বুর গ্রামের রুবেল মিয়া ছেলে তানিম (২ বছর)।
দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানায়,নানা বাড়ি বেড়াতে বেড়াতে এসে বুধবার দুপুরে নানা আরজ আলীর বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল, খেলাধুলার এক পর্যায়ে পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পর তার মামা তানিমকে পুকুরে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার জানায়, শিশুটি নিজ বাড়ির উঠানে বিকেলে খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পাটলাই নদীর পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৯জুলাই/এআর)