বিএনপির কর্মসূচি নিয়ে ডিএমপি কমিশনারের কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২২:০৯ | প্রকাশিত : ২৮ জুলাই ২০২৩, ২১:৫৮

ঢাকা মহানগরীর প্রবেশমুখে বিএনপির আগামীকাল শনিবারের কর্মসূচি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার বিকালে দলটি তাদের কর্মসূচি ঘোষণা দিলে রাতে প্রতিক্রিয়ায় কমিশনার বলেন, শনিবার বিএনপি যে কর্মসূচি দিয়েছে তা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

এদিকে বিএনপির দলীয় কর্মসূচিতে বলা হয়েছে, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে তারা। পরে শনিবার একই সময়ে আওয়ামী লীগও কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির কর্মসূচি প্রতিহত করতে তারাও সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ফারুক বলেন, 'কোনো রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে পথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।'

এর আগে গতকাল দুপুরে ডিএমপি কমিশনার বড় দুটি দলকে ২৩ শর্তে সমাবেশ করার অনুমতি দেন। শান্তিপূর্ণভাবে দল দুটি তাদের দলীয় কর্মসূচি পালন করেছে। দুটি সমাবেশেই বিপুল জনসমাগম হয়। তবে বিএনপির অভিযোগ গত কয়েকদিন ধরেই তাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ। তাছাড়া আজও বিভিন্ন নিরাপত্তা চৌকি বসিয়ে বিএনপির লোকদের আটক করা হয়েছে। পাশাপাশি সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে সরকার দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের দলীয় কর্মসূচিতে অংশ নিতে পেরেছেন। কোনো ধরণের বাঁধার সম্মুখীন হননি তারা।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

অজ্ঞান করে সর্বস্ব লুট, টার্গেট মধ্যবিত্তরা

বিমানবন্দরের সামনে ফ্লাইওভারে প্রাইভেটকারে হঠাৎ আগুন  

ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু, সবাই ঢাকা দক্ষিণ সিটির

‘আমেরিকান ওয়েলনেস সেন্টারে’র কার্যক্রম বন্ধ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর

খালে বর্জ্য ফেললে আইনি ব্যবস্থা: মেয়র আতিক

ড্রেনের মধ্যে বোতল-চিপসের প্যাকেট: নাগরিকদের সচেতন হতে বললেন তথ্য প্রতিমন্ত্রী

সবাইকে টিকার আওতায় আনতে কার্যক্রম জোরদার করবে ডিএনসিসি

২০১৯-এর তুলনায় ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগী ৪২ হাজার কম ছিল: মেয়র তাপস

রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৭ মাদকসেবী ও বিক্রেতা গ্রেপ্তার

ডেমরায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যালি ও লিফলেট বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :