কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুর্চির মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে নিজের রেষ্টুরেন্টে রান্নার কাজের সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল তালুকদার (৩০) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালপুর হাটে এ দুর্ঘটনা ঘটে।
তিনি পৌর এলাকার দক্ষিণ গোপালপুর এলাকার মৃত মো. নাসিম তালুকদারের ছেলে।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালপুর হাটে নীজের রেষ্টুরেন্টে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানে পরে থাকে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাদারীপুরে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
কালকিনি পৌর মেয়র এসএম হানিফ শোক প্রকাশ করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুর্চী নাজমুলের মৃত্যুর সংবাদ জেনেছি। তার পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
(ঢাকাটাইমস/৩০জুলাই/এসএম)

মন্তব্য করুন